Breaking

Thursday, 18 May 2017

ফেসবুকের সহায়তায় রক্ষা পেতে চলেছে একটি শিশুর জীবন

বাচ্চার জীবন বাঁচাতে এগিয়ে এলো ফেসবুক

সমাজের কানায় কানায় অপরাধের অধিকাংশ ঘটনার সূত্রপাত ফেসবুক, খবরের কাগজ অথবা টিভির চ্যানেল খুলতেই মানুষ রোজ নতুন নতুন বাজে ঘটনার সাক্ষী হয়, যার অধিকাংশ ঘটনার সূত্রপাত ফেসবুক, কখনো খুন অথবা কখনো ধর্ষণ যার আলাপ পরিচয়ের মাধ্যম ফেসবুক । কিন্তু ফেসবুক শুধু কি জীবন নেওয়ার ঘটনাই ঘটায়, কখনো প্রান বাঁচাতেও ভূমিকা নেয় ফেসবুক, হ্যাঁ, এমনই এক ঘটনার সাক্ষী থাকলো সমাজ । দেবরূপ মুখার্জী, তিন বছরের ছোট্ট-দুষ্টু-মিষ্টি বাচ্চা । চার মাস বয়স থেকে লড়াই শুরু যমরাজের সঙ্গে । থ্যালাসেমিয়া । মাসে মাসে সারা শরীরের দূষিত রক্ত ফেলে দিয়ে নতুন রক্ত ঢোকানো হয় । এইটুকু বাচ্চার ছোট্ট শরীরে এ পর্যন্ত ৪৫ বার ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছে । তবে আর নিতে পারছে না ওর শরীর । চিকিৎসকেরা বলেছেন, এ বার প্রয়োজন বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন । জুন মাসের ১৫ বা ১৯ তারিখে ব্যাঙ্গালোরে এই অপারেশন করার কথা হয়েছে । খরচ আঠাশ লক্ষ টাকা । এত বড় খরচা শুনে দেবরুপের বাবাও সরে দাঁড়িয়েছেন, সৌমি দেবী একাই লড়ে চলেছেন, সৌমি দেবী, মানে দেবরূপের মা জানিয়েছেন, “কুড়ি লক্ষ টাকা জোগাড় হয়েছে । এখনও বাকি আট লক্ষ ।এটা জোগাড় করা গেলেই অপারেশন হবে দেবরূপের ।” অনেক চেনা মানুষ মুখ ঘুরিয়েছে, আবার অনেক অচেনা মুখ পাশে দাঁড়িয়েছে ।
হ্যাঁ, সৌমি দেবীর পাশে দাঁড়িয়েছে ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কের অচেনা অজানা বন্ধুরাই, ইতিমধ্যেই অনেক মানুষ সৌমি দেবী কে পয়সা পাঠিয়েছেন । ফেসবুকে অনেক মানুষ খবরটি শেয়ার করে বাচ্চাটির প্রান ভিক্ষা চেয়েছে, পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছে নিজের প্রিয়জন,বন্ধুদের কাছে । পাশে দাঁড়িয়েছে ফেসবুকের কিছু বাংলা পেজও । আবার এক অসহায় মায়ের অসহায়তার সুযোগ নিয়ে রাতে ভিতে ফোন করে রাতের ঘুম টাও কেড়ে নিচ্ছে সৌমি দেবীর, ছেলের প্রান বাঁচানোর লড়াই কে ব্যবসা বলতেও দ্বিধাবোধ করছেনা সমাজের কিছু মানুষ । তবু সব অপমান,বাধা সহ্য করেই নিজের একমাত্র অবলম্বন দেবরূপ কে বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছেন সৌমি দেবী । সাহায্য পেয়েছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও, তবু টাকার অঙ্কে পৌছাতে অনেক দূর । দেবরূপ বাঁচবেই, এক মায়ের লড়াই মিথ্যে হতে পারেনা, এতোগুলো মানুষের সাহায্যের হাত মিথ্যে হতে পারেনা । সৌমি দেবীর পাশে দাঁড়ানোর জন্য ওয়েবসাইট লিঙ্ক, সৌমি দেবীর পেটিএম নম্বর,ব্যাঙ্ক ডিটেলস সব দেওয়া রইলো নিচে, চাইলে আপনিও এক অসহায় মায়ের লড়াইয়ে পাশে দাঁড়াতে পারেন, চাইলে আপনিও দেবরূপের বেঁচে ওঠার সাক্ষী হতে পারেন । সৌমি দেবীর ফেসবুকে পোস্ট করা ভিডিও টিও রইলো সবার নিচে ।

লিঙ্ক – https://milaap.org/fundraisers/help-baby-debrup
ব্যাঙ্ক ডিটেলস –
Soumi Mukherjee
Corporation Bank A/C no- 117000101101272
IFSC Code-CORP0001170
Branch..Noida, Sec 62

SBI Bank
Soumi Mukherjee
A/C No-30721335923
Serampore Branch
IFSC Code- SBIN0000178

PayTm –
Soumi Mukherjee
9643009991
8700692025

দেখুন ভিডিও –

No comments: